Tantra

পতিবশীকরণ মন্ত্র

পতিবশীকরণ মন্ত্র

আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই শুনতে পাই “পরকীয়া” শব্দটি। পরকীয়া অর্থাৎ বিবাহিত কোনো পতি বা পত্নী অন্য কোনো পতি বা পত্নীর সহিত অবৈধ সম্পর্ককে পরকীয়া বলে।

কিন্তু যদি প্রথম অবস্থায় কোনো পতি বা পত্নী এটা জানতে পারেন বা বুঝতে পারেন যে কোনো রকম পরকীয়া হচ্ছে, তাহলে শাস্ত্রমতে তা বিনাশ করা সম্ভব – এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে।

এমত অবস্থায় প্রথমে পত্নীগণ তাঁর নিজের স্বামীকে বশীভূত করার চেষ্টা করেন। তন্ত্র মতে সঠিক বিধিপূর্বক নিষ্ঠার সাথে যদি নিম্নোক্ত মন্ত্রে ক্রিয়া করা হয়, তাহলে বহু ক্ষেত্রেই দেখা গেছে স্বামী বশীভূত হয়ে পূর্বাবস্থায় ফিরে গিয়ে শান্তির সাথে সংসার করছেন।

মন্ত্র

সিঁদূর সিঁদূর সিঁদূর পাতি |
কামাখ্যা পর্বতে তোমার উৎপত্তি ||
আমার এই সিঁদূর পড়া |
অমুকের কপালে দিয়ে ফোঁটা |
অমুক হয় বোকা পাঁঠা ||

হর সিদ্ধান্ত গুরুর পা |
কামরূপের কামাখ্যা মা ||

কার আজ্ঞে ?
কাউরের কামিখ্যে মায়ের আজ্ঞে |
কার আজ্ঞে হাড়ির ঝি চণ্ডীর আজ্ঞে ||

আমার এই সিঁদূর পড়া যদি লঙ্ঘে |
ঈশ্বর মহাদেব পঞ্চাননের বাম পদে ঠেকে ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *