Blog
গৃহবিবাদ মন্ত্র
অনেক সময় পরিবারবর্গের মধ্যে সামান্য কথা নিয়ে কলহ উপস্থিত হয়। ক্রমে চরম অশান্তি দেখা দেয়। বারবার এই নিয়ে দিনের পর দিন অশান্তি লেগেই থাকে। সংসারে সুখ-শান্তি থাকে না।
এমত অবস্থায় তন্ত্র মতে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করলে সংসারে শান্তি প্রতিষ্ঠা হয়েছে দেখা গেছে।
গৃহবিবাদ মন্ত্র
ধাং ধীন ধূন ধূর্জ্যতে পত্নী
বাং বিং বুন বাগধীশ্বরী।
ক্র্যাং ক্রিং কুরুঙ কালিকা দেবী,
সাংশিং শুঙ মে শুভং করু।
যে ব্যক্তি সংযত হইয়া শ্রদ্ধাসহকারে উপরোক্ত মহামন্ত্র নিরন্তর অন্তরে ধ্যান করে, তাহার যাবতীয় কল্যাণ বিধান হয় এবং সর্বারিষ্ট ধ্বংস হয়।
আর যে ব্যক্তি স্বীয় হস্তের রক্তপুষ্পের মালা গাঁথিয়া ঐ মালা উক্ত মন্ত্রে শতবার অতিমন্ত্রিত পূর্বক দেবী দুর্গাকে অর্পণ করে, তাহার যাবজ্জীবন সুখভোগ হয়, সর্বকামনা সফল হয়।
এবং যে গৃহে উপরিলিখিত মহামন্ত্র লিখিয়া রাখা যায়, সেই গৃহ কোনো প্রকার অনিষ্ট থেকে সর্বদা দূরে থাকে।